শুদ্ধ বাণী ও সুরে "কারার ঐ লৌহকপাট" গানের জন্য  ভিডিও চিত্র ধারণ

08 December 2023

শুদ্ধ বাণী ও সুরে "কারার ঐ লৌহকপাট" গানের জন্য ভিডিও চিত্র ধারণ

সম্প্রতি একটি ভারতীয় চলচ্চিত্রে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী গান “কারার ঐ লৌহকপাট” এর সুর বিকৃত করা হয়। এই গানের সুর বিকৃত করার প্রতিবাদে বাঁশরীসহ দেশে ও দেশের বাইরের বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও ব্যক্তি বিভিন্নভাবে প্রতিবাদ করেন।


সেই ধারাবাহিকতায় বাঁশরী এই কালজয়ী গানটি শুদ্ধ সুর ও বাণীতে নতুন আঙ্গিকে উপস্থাপন করার জন্য ০৮ ডিসেম্বর ২০২৩ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ঐতিহাসিক স্থানে গানটির ভিডিও চিত্র ধারণ করার উদ্যোগ গ্রহণ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ভাস্কর্যের পাদদেশ, স্বাধীনতার সংগ্রাম ভাস্কর্য, কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ প্রাঙ্গণে দেশের নবীন ও প্রবীণ শিল্পীবৃন্দের অংশগ্রহণে ভিডিও ধারণ করা হয়। এতে প্রথিতযশা শিল্পীদের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও বাঁশরীর শিল্পীবৃন্দ  অংশগ্রহণ করেন।

কারার ঐ লৌহকপাট গানের ভিডিও দেখতে লিঙ্কে ক্লিক করুন।